অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ঢামেকে ভর্তি ঢাবি শিক্ষার্থী

অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে মো. শামীম রেজা (২২) নামের এক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছে। শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের শিক্ষার্থী বলে জানা গেছে।
শনিবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর রাত সাড়ে ৮ টার দিকে স্টোমাক ওয়াশ দিয়ে তাকে ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
শামীমের সহপাঠী মোস্তাফিজুর রহমান জানান, শামীম ঢাবির সাংস্কৃতিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জহুরুল হক হলে ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়েছিলেন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সেখানে স্টোমাক ওয়াশ দিয়ে তাকে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে (৬০২ নম্বর) ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, কী কারণে এ চেতনানাশক ঘুমের ওষুধ খেয়েছে এ বিষয়ে তিনি কিছুই বলতে পারেন না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে তাকে স্টোমাক ওয়াশ দিয়ে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।