April 20, 2024

ফরচুন নিউজ ২৪

সংসদের আলোকসজ্জা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

1 min read

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের আলোকসজ্জা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২০ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে প্রবেশ করে প্রায় আধাঘণ্টা তিনি সংসদ এলাকায় ঘুরে ঘুরে আলোকসজ্জা দেখেন। এসময়ে তিনি নিজের মোবাইলে আলোকসজ্জার স্থিরচিত্র ধারণ ও ভিডিও করেন।

করোনাকালীন সতর্কতার কারণে এ সময়ে তার কাছে কাউকে যেতে দেয়া হয়নি। তবে সংসদের উপবিভাগীয় প্রকৌশলী ফরহাদ হোসেন আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানও বাংলাদেশের এই আয়োজনে অংশগ্রহণ করছেন। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকাকে। আলোকসজ্জায় ঢাকার বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে লাল-সবুজ আলোতে।

নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, স্থাপনা, অফিস-আদালতে করা হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। সন্ধ্যার পর লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে এলাকাগুলো।

এরই অংশ হিসেবে জাতীয় সংসদে আলোকসজ্জা করা হয়েছে। এই আলোকসজ্জা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About The Author