April 19, 2024

ফরচুন নিউজ ২৪

রাশিয়ায় শতাধিক শহরে পুতিনবিরোধী বিক্ষোভ, আটক ৩০০০

1 min read

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পূর্ব রাশিয়ার শহর খাবারস্ক। আঞ্চলিক গভর্নরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ।চীনের সীমান্তঘেঁষা শহর খাবারস্কে পুতিনের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা। তাদের দাবি, প্রাক্তন আঞ্চলিক গভর্নর সের্গেই ফুরগালকে মুক্তি দিতে হবে। তিনি অতিদক্ষিণপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়ার (এলডিপিআর) নেতা। পনেরো বছরের পুরনো হত্যার অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন মস্কোর জেলে বন্দি।সের্গেই ফুরগালের সমর্থনে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ ও সের্গেই-এর সমর্থকরা। তারা স্লোগান দিতে থাকেন, ‘ফুরগাল আমাদের নেতা’, ‘ফুরগাল হত্যাকারী নন’।মূলত সামাজিক মাধ্যমে দেয়া মিছিলের ডাকে সাড়া দিয়ে বিপুল সংখ্যক লোক রাস্তায় নামেন। প্রবল বৃষ্টি উপেক্ষা রেইনকোর্ট পরে, ছাতা নিয়ে তারা প্রতিবাদ চালিয়ে যান।এক বিক্ষোভকারী বলেন, ”প্রত্যেক শনিবার বিক্ষোভে আসছি। গত ৫০ বছর ধরে এখানে বাস করি। প্রথমবার কোনো রাজনৈতিক নেতার সমর্থনে এই ধরনের বিক্ষোভ দেখছি। লোকে ক্ষুব্ধ, অপমানিত বোধ করছেন। আমরা তাকে ভোট দিয়ে জিতিয়েছি। প্রেসিডেন্ট কি করে তাকে এভাবে ক্ষমতাচ্যুত করতে পারেন?’এর আগে গত ৯ জুলাই ফুরগালকে গ্রেপ্তার করে ফেডারেল সিকিউরিটি সার্ভিস। তাকে মস্কোতে নিয়ে যাওয়া হয়। তাকে বরখাস্ত করার নির্দেশে সই করেন পুতিন। তার বিরুদ্ধে অভিযোগ, ২০০৪ এবং ২০০৫ সালে তিনি তার একাধিক বিরোধী ব্যবসায়ীকে হত্যা করিয়েছেন।তবে বিক্ষোভকারীরা বলছেন, যদি এই অভিযোগে কণামাত্র সত্যতা থাকে, তাহলে এখানেই তার বিচার করা যেত। মস্কো নিয়ে যাওয়ার দরকার ছিলো না।

 

About The Author