April 19, 2024

ফরচুন নিউজ ২৪

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না

1 min read

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং সকলের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করতে মন্ত্রণালয় ও তার অধীন সংস্থাগুলো কাজ করছে।

শরীফ আরো বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, ভিশন ২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও ডেল্টা প্লান ২১০০ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে ইউএন হ্যাবিটাট ঘোষিত বিশ্ব বসতি দিবস উদযাপনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় শরীফ আহমেদ দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতার সঙ্গে জনসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের জন্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান।

গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

About The Author