April 19, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশাল বিএমপি এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

1 min read

বরিশাল এয়ারপোর্ট থানা বিএমপি কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থানা বিএমপি কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ ডে” উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, থানা জনগণের শেষ আশৃয়স্থল, অপরাধ দানাবাঁধার আগেই অপরাধ নিয়ন্ত্রণে আনতে আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত হয়ে কমিউনিটি পুলিশিং এর পরিপূরক বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি।
বরিশাল বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম আগত এলাকাবাসী সহ সাংবাদকর্মীদের মাস্ক বিতরণ করে বলেন, সমাজে যারা খারাপ কাজ করে তারা সংখ্যায় অত্যন্ত কম, তাই শুধু নিজেকে ভালো রাখলেই হবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই পুলিশকে জানাতে হবে।
এয়ারপোর্ট থানাধীন কলসগ্রাম নিবাসী পল্লী চিকিৎসক শামীম আকন পুলিশের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের মেম্বার চেয়ারম্যানদের অনেক সময় ফোনে পাওয়া যায়না হয়তো তাঁরা ব্যস্ত থাকেন, কিন্তু বিএমপির থানা অফিসার, শীর্ষ কর্মকর্তা এমনকি স্বয়ং কমিশনার মহোদয়কে যে-কোন সময় ফোন দিলে তাঁকেও মন খুলে সমস্যা জানাতে পারি।
এসময়ে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

About The Author