April 18, 2024

ফরচুন নিউজ ২৪

ফ্লাইওভারের নতুন আতঙ্ক সুতা বাহিনী, টার্গেট বাইকাররা

1 min read

রাজধানীর ফ্লাইওভারগুলোর নতুন আতঙ্ক সুতা বাহিনী। পিস্তল, চাকু, কিংবা চেতনানাশক ওষুধ নয়, এই ছিনতাই চক্রের প্রধান হাতিয়ার সুতা। ফ্লাইওভারে তাদের মরণফাঁদেজিম্মি মোটরসাইকেল চালকরা। এই ছিনতাই চক্রের সুতার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। আবার কেউবা বিদায় নিচ্ছেন চিরতরে। কারা এই সুতা বাহিনীর সদস্য তাদের খুঁজে বের করতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ডেইলি বাংলাদেশ

সরেজমিনে দেখা গেছে, হাতিরঝিল, মগবাজার, খিলগাঁও ও কুড়িল ফ্লাইওভারে স্থানগুলো বেশ নির্জন। এই চক্র নির্জন স্থান দেখে দুই পাশের রেলিংয়ে বেঁধে রাখে নাইলনের সুতা। আর পাশেই ওত পেতে থাকে চক্রের সদস্যরা। চালক মোটরসাইকেলসহ উল্টে পড়ামাত্রই ঘিরে ধরে ছিনতাইকারীরা। এরপর তারা দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তির টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। চোখে না পড়ার কারণে এসব সুতার ফাঁদে আটকে দুর্ঘটনার শিকার হচ্ছেন মোটরসাইকেল চালকরা।

About The Author