April 24, 2024

ফরচুন নিউজ ২৪

পেঁয়াজ নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

1 min read

পেঁয়াজ নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, আমাদের বাজারের পাশাপাশি ভারতের বাজারেও ইতোমধ্যে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এজন্য এবছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে।

মন্ত্রী বলেন, আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি টিম আমদানির স্থানগুলোতে যেমন, বেনাপোল ও হিলিতে যাবে। সেখানে দেখবে আমদানির কী অবস্থা। পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের জন্য চিঠি দেয়া হয়েছে। আশা করছি, শুল্ক প্রত্যাহার করা হবে।

বন্যার কারণে সরবরাহে সমস্যা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, একটু দাম বেড়েছে বাজারে। আমরা খুব চেষ্টা করছি। টিসিবি বড় পরিসরে নামছে। আগামী ১৩ তারিখ থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে।

About The Author