April 19, 2024

ফরচুন নিউজ ২৪

টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন সাকিব

1 min read

বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষ হতেই এবার নতুন আরেকটি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১৫ নভেম্বর। আর সেখানে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৯ অক্টোবর। টুর্নামেন্ট খেলতে ১০ নভেম্বরের মধ্যে তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর এই আসরটিই হতে যাচ্ছে সাকিবের ফেরার টুর্নামেন্ট।

এই টুর্নামেন্টের জন্য আজই স্পন্সর আহবান করবে বোর্ড। গতকাল রাতে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে নাজমুল হাসান পাপন জানান, ‘আশা করছি ১৫ নভেম্বর টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে। কালই বিস্তারিত দিয়ে দেব। আমরা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট দিয়ে দেব যে এই ৫ দলের জন্য কারা কারা স্পন্সর হতে চায়। ওই অনুযায়ী আমরা এটা ঠিক করে ফেলব।’

দল নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে এমন প্রশ্নে বোর্ড সভাপতি বলেন, ‘দুটি অপশন…। একটা হচ্ছে লটারি, আরেকটা হচ্ছে ওরা যদি বলে আমি এটা চাই বা আমি ওটা…। যদি মিলে যায় তাহলে পাঁচজনকে পাঁচটা দেব। নইলে লটারিতে চলে যাব।’

About The Author