April 20, 2024

ফরচুন নিউজ ২৪

খুলে দেয়া হচ্ছে রওজা শরিফ

1 min read

জিয়ারতকারীদের জন্যে আগামী ১৮ অক্টোবর থেকে খুলে দেয়া হচ্ছে মদিনায় হজরত মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ। একইসঙ্গে সেদিন থেকে আড়াই লাখ সৌদি নাগরিককে ওমরার অনুমতি দেয়া হবে। খবর আল আরাবিয়ার।

আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওমরাহ হজের দ্বিতীয় ধাপ। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এদিন মদিনা শরীফের পুরোনো স্থাপনাসহ পুরো মসজিদটি সবার জন্য খুলে দেয়া হবে। এছাড়া মসজিদুল হারামে ৬০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।

ওমরার জন্য নিবন্ধনকারীদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে বলেও সৌদির হজ ও ওমরাহ বিষয়ক কমিটি জানিয়েছে। এছাড়া ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। তবে আবেদন করার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।

About The Author