April 25, 2024

ফরচুন নিউজ ২৪

আজও দেশে করোনা শনাক্ত ৫ হাজারের বেশি, মৃত্যু ৪৫

1 min read

দেশের আজও রেকর্ড সংখ্যক রোগী করোনাভাইরাসের সংক্রমিত হয়েছে। গত বছর ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর আজ দ্বিতীয় দিনের মতো ৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪২ জনের। প্রাণহানি হয়েছে ৪৫ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণহানি ৮ হাজার ৯৯৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

 

About The Author