April 25, 2024

ফরচুন নিউজ ২৪

অস্বাভাবিক দর বৃদ্ধি: ৫ মিউচ্যুয়াল ফান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি

1 min read

কয়েকদিন ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশকিছু মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর অস্বাভাবিক বাড়ছে। বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। যে কারণে ৫টি ফান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কমিশন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুই সদস‌্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

গঠিত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মো. ওহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. নান্নু ভূইয়া।

যেসব ফান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেগুলো হলো- সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

গঠিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়েছে।

About The Author