April 25, 2024

ফরচুন নিউজ ২৪

অপরাধ প্রবনতা কমাতে জোর প্রচেষ্টা চালাতে হবে ——- উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম

1 min read

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বলেছেন, অপরাধ প্রবনতার ক্ষেত্রে অপরাধ স্থল একটি গুরুত্বপূর্ন বিষয়। অপরাধ যত কম হবে, মানুষের নিরাপত্তা তত বৃদ্ধি পাবে, থানায় মামলা কম হবে। অপরাধ প্রবনতা আরো কমিয়ে আনতে জোর প্রচেষ্টা চালাতে হবে। মাঠপর্যায়ে সঠিক ভাবে তদারকির মাধ্যমে অধন্তনদের কাজে লাগিয়ে জনগনের সেবা নিশ্চিত করতে হবে। বুধবার দুপুরে এয়ারপোর্ট থানার সহকারী কমিশনারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পরিদর্শন বলতে কোন অফিস বা শাখার কার্য সম্পাদন, শৃঙ্খলার মান, সম্পাদিত কাজের পরিমান ও গুনগত সান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের সতর্ক পরীক্ষাকে বুঝায়। নিয়মিত ও যথাযথ ভাবে পরিদর্শনের ফলে অফিস বা শাখার বিভিন্ন কাজের ভুলত্রুটি সংশোধনের পাশাপাশি সরকারী কাজের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। করোনাকালে অপরাধ প্রবনতা যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক, চুরি, ডাকাতি সহ সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধে বিটপুলিশিং কার্যক্রমকে জোরদার করে জনগনের সাথে পুলিশের সম্পর্কের সেতুবন্ধন তৈরী করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

About The Author