July 14, 2024

ফরচুন নিউজ ২৪

সপরিবারে করোনা আক্রান্ত ‘দ্য রক’

1 min read

‘দ্য রক’ নামে পরিচিতি সাবেক রেসলার ও হলিউড তারকা ডোয়াইন জনসন সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। বুধবার ভক্তদের জানান, তার পাশাপাশি স্ত্রী ও দুই মেয়ের কভিড-১৯ টেস্টের ফলাফল পজিটিভ আসে।
ইনস্টাগ্রামে ১১ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন ডোয়াইন জনসন। সেখানে নিজের কথা উল্লেখ করে জানান, স্ত্রী লরেন হাশিয়ান এবং দুই মেয়ে জেসমিন (৪) ও টিয়ানা (২) এ ভাইরাসে আক্রান্ত হন। সঙ্গে জানান, তাদের মাধ্যমে ছড়ানোর আশঙ্কা নেই এখন। অর্থাৎ, এ তারকা সেরে উঠেছেন।
অভিনেতা জানান, করোনার পরীক্ষা ছিল এ যাবতকালে তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ও কঠিন একটা অভিজ্ঞতা।
ডোয়াইন জনসন বলেন, সব সময়ই পরিবার ও ভালোবাসার মানুষদের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে এসেছেন। আশা করেছিলেন, শুধু তারই করোনা পজিটিভ হবে। কিন্তু তা হয়নি। তবে তারা শঙ্কামুক্ত ও ভালো আছেন বলেও উল্লেখ করেন।
এ দিকে চলতি বছরের শীর্ষ পারিশ্রমিকের তালিকায় এক নম্বরে রয়েছেন হলিউড তারকা ডোয়াইন জনসন। আগের বছরও একই অবস্থানে ছিলেন অ্যাকশন সিনেমার জনপ্রিয় এ নায়ক। বর্তমানে তার হাতে রয়েছে জঙ্গল ক্রুস ও ব্ল্যাক অ্যাডাম শিরোনামের চলচ্চিত্র।

About The Author