March 17, 2025

ফরচুন নিউজ ২৪

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরে ফের বড় ধরনের মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটল। লিবিয়ার খোমস উপকূলে এ দুর্ঘটনায় মারা গেছেন অভিবাসনপ্রত্যাশী ৭৪ জন ব্যক্তি।

বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এ ঘটনা নিশ্চিত করেছে বলে আলজাজিরা জানায়।

এ দুর্ঘটনা ঘটার সময় নৌকাটিতে ১২০ জনেরও বেশি যাত্রী ছিল। লিবিয়ার কোস্টগার্ড এবং জেলেরা ৪৭জনকে উদ্ধার করে।

১ অক্টোবর থেকে মধ্য ভূমধ্যসাগরে এটি অষ্টমবারের মতো নৌকাডুবির ঘটনা।

নৌকাডুবির ঘটনাটিতে আরেকটি ট্র্যাজেডি সামনে আসে। ছয় মাসের এক শিশুকে পানি থেকে জীবিত উদ্ধার করা হলেও শেষমেশ তাকে বাঁচানো যায়নি। গত দুই দিনে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু ঘটল।

আইওএম জানায়, এ বছর ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৯০০ অভিবাসনপ্রত্যাশী মারা গেছে। উদ্ধার করতে দেরি হওয়ায় তাদের অনেকের প্রাণহানি ঘটে।

About The Author