March 17, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশালে ৬১৭টি মন্ডপে চলছে শারদীয় দুর্গাপূজা 

অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্যদিয়ে বরিশালে আজ শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আজ বৃহস্পতিবার থেকে ঢাকের বোল, শঙ্কধ্বনী আর উলুধ্বনীতে মুখরতি মন্ডপগুলো। এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের হলেও কালের বিবর্তে আজ তা রূপ পেয়েছে অসাম্প্রদায়িক বাঙালির সার্বজনীন উৎসবে।

উৎসবকে কেন্দ্র করে মন্ডপগুলো সেজেছে নববধূর সাজে। পাঁচ দিনব্যাপী এই উৎসব দেবীর বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে আগামী ২৬ অক্টোবর। এ বছর বরিশাল নগরীতে ৪২টি এবং জেলায় ৫৭৫টি নিয়ে মোট ৬১৭টি মন্ডপে হচ্ছে শারদীয় দুর্গোৎসব।

About The Author