June 18, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

1 min read

বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়। বুধবার বেলা ১১ টার দিকে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আল মামুন তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহিদুল ইসলাম, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু প্রমুখ ।

এসময় ৮১ টি প্রতিষ্ঠানের মাঝে ২০ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এছাড়া একই সময় ২ জন দরিদ্র অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

About The Author