April 27, 2025

ফরচুন নিউজ ২৪

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চার বিদেশি ধারাভাষ্যকার

পাঁচ দলের অংশগ্রহণে ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ৮ সদস্যের ধারাভাষ্যকার প্যানেল সাজানো হয়েছে।

এর মধ্যে আছেন ৪ জন বিদেশি। তারা হলেন-আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার নায়াল ও’ব্রায়ান, জিম্বাবুয়ের এডওয়ার্ড রেন্সফোর্ড। এছাড়া ভারতের আনজুম চোপড়া এবং সমন্বয় ঘোষ।

এছাড়া দেশিদের মধ্যে ধারাভাষ্যে থাকবেন চারজন। আতাহার আলী খান ও শামীম চৌধুরী ছাড়াও কমেন্ট্রি বক্সে থাকবেন শাহরিয়ার নাফিস এবং মাজহার উদ্দিন অমি।

২৪ নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ ডিসেম্বর। একদিনে অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ।

About The Author