September 20, 2024

ফরচুন নিউজ ২৪

নগর বাউল’খ্যাত রকস্টার জেমস করোনার টিকা নিলেন

1 min read

মহামারি করোনা মোকাবিলায় অবেশেষে টিকার সন্ধান পেয়েছে পৃথিবীর মানুষ। এরইমধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচিও। পিছিয়ে নেই বাংলাদেশও। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা।

টিকা গ্রহণও করেছেন নানা পেশা-শ্রেণির মানুষেরা। এবার টিকা নিলেন ‘নগর বাউল’খ্যাত রকস্টার জেমস।

জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন খবরটি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেমস নিজে উদ্যোগী হয়েেই করোনার টিকা নিয়েছেন। সেইসঙ্গে এই তারকা দেশবাসীকেও মহামারি করোনাকে মোকাবিলা করতে দ্রুত এই টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন।

রবিন বলেন, ‘জেমস ভাই শুরু থেকেই টিকার ব্যাপারে পজিটিভ। যেদিন টিকা আসে বাংলাদেশে তখন থেকেই তিনি যোগাযোগ রাখছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে আজ (১০ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন।’

জেমস আজ বুধবার বেলা ১টার দিকে শাহবাগের বিএসএমএমইউ-তে হাজির হয়ে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। সেখানকার নার্স সাদিয়া সুমি টিকা পুশ করেন তার ডান বাহুতে।

টিকা নেওয়ার পর সুস্থ ও স্বাভাবিক আছেন জেমস।

এদিকে দেশে তারকাদের মধ্যে সবার আগে টিকা নেন অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা। তার স্বামী বদরুল আনাম সৌদও টিকা নিয়েছেন।

 

About The Author