September 18, 2024

ফরচুন নিউজ ২৪

দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যু

1 min read

চট্টগ্রামে স্বামীর দ্বিতীয় বিয়ের অনুমতি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্পর্শকাতর স্থানে স্ত্রীর লাথিতে আবুল হাশেম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্ত্রী লায়লী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জঙ্গল সলিমপুর এলাকার হাশেম-লায়লীর ২৭ বছর সংসার জীবনে নিঃসন্তান ছিলেন। এ নিয়ে প্রায় দু’জনের মধ্য ঝগড়া হতো। সম্প্রতি হাশেম দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেন। এ নিয়ে স্বামী-স্ত্রী ঝগড়া মারাত্মক আকার ধারণ করে।

বৃহস্পতিবার সামাজিকভাবে তারা বৈঠকও করেন। ঘর থেকে লোকজন চলে যাওয়ার পর ফের বিবাদে জড়িয়ে পড়েন দু’জন। এসময় স্বামীর স্পর্শকাতর স্থানে লাথি মারেন স্ত্রী। এতে মৃত্যু হয় হাশেমের। এ ঘটনার পর স্ত্রীকে গ্রেফতার করা হয় বলেও জানান ওসি ফিরোজ।

About The Author