March 17, 2025

ফরচুন নিউজ ২৪

টস হেরে ব্যাটিংয়ে খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পঞ্চম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি জেমকন খুলনা।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জেতার পর মাহমুদুল্লাহ রিয়াদের খুলনাকে ব্যাট করতে পাঠিয়েছে মোহাম্মদ মিঠুনের চট্টগ্রাম।

নিজেদের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়ে ফুরফুরে মেজাজে আছে চট্টগ্রাম। এ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় সৌম্য-লিটনরা।

প্রতিপক্ষ খুলনা প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে হেরেছে।

এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না সাকিব-ইমরুলরা।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহীর মুখোমুখি হবে বরিশাল।

আসরের দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী।

প্রথম ম্যাচে খুলনার কাছে হারায়, নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় চায় তামিম ইকবালের বরিশাল।

ওয়াই

About The Author