December 7, 2023

ফরচুন নিউজ ২৪

আগাম জামিন নিতে হাইকোর্টে নিক্সন চৌধুরী

1 min read

নির্বাচন কমিশনের করা মামলায় আগাম জামিন নিতে হাই কোর্টে এসেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন। আজ মঙ্গলবার সকালে হাই কোর্টে আসেন তিনি।

এর আগে রোববার আগাম জামিন আবেদন করেন তিনি। পরে আদালত নিক্সন চৌধুরীর জামিন আবেদন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আদালতে এদিন নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।

এর আগে গত ১৫ অক্টোবর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন।

 

 

About The Author