September 20, 2024

ফরচুন নিউজ ২৪

আগামী ৩ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে

1 min read

এতদিন রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস এসেছে। আজকে রাতের পাশাপাশি দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও দিল আবহাওয়া অধিদফতর। তারা বলছে, আগামী তিন দিন ও রাত উভয়ের তাপমাত্রা আরও বাড়বে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে আগামী তিন দিন ও রাত এই তাপমাত্রা আরও বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশে হালকা কুয়াশা পড়তে পারে।

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

About The Author