December 4, 2023

ফরচুন নিউজ ২৪

অ্যাটর্নি জেনারেল আইসিউতে ভর্তি, অবস্থার অবনতি

1 min read

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে নেওয়া হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহবুবে আলমের শারীরিক অবস্থা গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভালোই ছিল। কিন্তু আজ শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

তিনি আরও জানান, আজ সকালে জ্বর শুরু হয়। এ সময় চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। করোনা পজেটিভ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি।

About The Author