September 18, 2024

ফরচুন নিউজ ২৪

অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড

1 min read

রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রিজেন্ট হাসপাতালের চেয়াম্যান সাহেদ করিমকে আদালতে নেয়া হয়।

করোনা পরীক্ষায় জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। এসময়, তার কাছে অস্ত্র পাওয়া যায়। ২৭ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেন আদালত। এই মামলায় ১১ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।

সাহেদের বিরুদ্ধে দায়ের একাধিক মামলার এটিই প্রথম রায়।

About The Author